ব্রাহ্মণবাড়িয়ায় জীবন্ত পীরকে মাটিচাপা দিলেন মুরিদ!
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক কথিত পীরকে মাটিচাপা দেন কথিত এক মুরিদ।
খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে মাটি খুঁড়ে ওই পীরকে জীবিত উদ্ধার করে।
শনিবার উপজেলার খড়মপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
তারা হলেন পীর শফিকুল ইসলাম (৩৫) ও মুরিদ বিল্লাল হোসেন (২৩)।
এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
পুলিশ জানায়, শফিকুল আত্মহত্যা করতে গিয়েছিলেন। তার নির্দেশেই বিল্লাল তাকে মাটিচাপা দেন।
ঘটনা যেভাবে : খড়মপুর বাইপাস সড়কের পাশে রেলওয়ের পরিত্যক্ত জায়গায় যান শফিকুল ও বিল্লাল। তারা প্রথমে ছোট জায়গা নিয়ে চারদিকে সাদা কাপড় দিয়ে ঘেরাও করেন। পরে দুজনে কবরের মত গর্ত খুঁড়েন।
এরপর শফিকুল তাতে শুয়ে পড়েন। বিল্লাল মাটি ফেলে তাকে চাপা দিতে থাকেন।
মাটিচাপা দেওয়ার শেষ পর্যায়ে পুলিশ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে বিল্লালকে দিয়ে মাটি সরিয়ে শফিকুলকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান, শফিকুল পুলিশের কাছে দাবি করেন, যে জায়গায় তাকে মাটিচাপা দেওয়া হয়, সেই জায়গা তার বাবার। বাবা মারা যাওয়ার পর কয়েকজন তা দখল করে নেয়। বাবার জায়গায় নিজের কবর দেখে যাওয়ার জন্য তিনি বিল্লালকে মাটিচাপা দিতে বলেন।
এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে বিল্লালের বিরুদ্ধে এবং আত্মহত্যার চেষ্টার অভিযোগে শফিকুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ওসি জানান।