ধর্ম অবমাননা : ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির ও হিন্দুপাড়ায় ভাঙচুর-লুটপাট
আলোকিত প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হিন্দুপাড়ায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
এ সময় ১০টি মন্দিরসহ শতাধিক বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়।
হামলাকারীদের মারপিটে মন্দিরের পুরোহিতসহ শতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন।
ঘটনার পর উপজেলায় তিন প্লাটুন বিজিবি, দুই শতাধিক পুলিশ এবং বিপুল সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ও বিজিবি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসরুর উল্লাহ সাংবাদিকদের বলেন, ফেসবুকে ধর্ম অবমাননাকারীর যেমন বিচার হবে, তেমনই যারা হামলা চালিয়েছে তাদেরও বিচার হবে।
এলাকাবাসী জানান, গত শুক্রবার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের যুবক রসরাজ দাস পবিত্র কাবা ঘরের ছবি এডিট করে এর ওপর শিবমূর্তি বসিয়ে ফেসবুকে পোস্ট করেন। এরপর শনিবার স্থানীয়রা ওই যুবককে ধরে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।