গাজীপুরের রাজেন্দ্রপুরে উচ্ছেদ অভিযান, মূল্যবান বনভূমি উদ্ধার

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জ অফিসের পাশে বনভূমি দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত সহকারী বন সংরক্ষক রেজাউল আলম ও শামসুন্নাহার শ্রাবণীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এ সময় দখলদার রিয়াজ উদ্দিনের টিনশেড বাড়ির একাংশ, শরাফত আলীর টিনের বাউন্ডারি, তার টিনশেড বাড়ির একাংশ, গ্যারেজ, কাঠের দোকান ও নিয়াজ চাঁনের স্যানিটারি ওয়ার্কশপ উচ্ছেদ করা হয়।

এর আগে বিষয়টির ওপর সোমবার ‘গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জ অফিসের পাশে বন দখল করে বাণিজ্য’ শিরোনামে আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

এ নিয়ে চলে ব্যাপক তোলপাড়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালানো হয়।

স্থাপনা উচ্ছেদ

রাজেন্দ্রপুর পূর্ব বিট কর্মকর্তা আইয়ুব খান আলোকিত নিউজকে বলেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিমের দিকনির্দেশনায় স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। এতে আধা বিঘা বনভূমি উদ্ধার হয়েছে।

উদ্ধারকৃত বনভূমির স্থানীয় বাজারমূল্য পৌনে এক কোটি টাকা। বন রক্ষায় তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিট অফিস।

উল্লেখ্য, রেঞ্জ অফিসের পাশে কয়েক বছর আগে থেকে বনভূমি দখল করে স্থাপনাগুলো গড়ে ওঠা শুরু হয়। কোন অভিযান না হওয়ায় স্থাপনা ধীরে ধীরে বাড়তে থাকে।

আরও পড়ুন : গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জ অফিসের পাশে বন দখল করে বাণিজ্য!

আরও খবর