গোপালগঞ্জে হোটেলের খিচুড়ি ও ডিম খেয়ে ৩২ ছাত্র অসুস্থ
আলোকিত প্রতিবেদক : গোপালগঞ্জ শহরের আল-জামিয়াতুল মোহাম্মদীয়া মাদ্রাসা ও এতিমখানার ৩২ জন ছাত্র হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে।
তাদের বেশির ভাগই ৮-৯ বছর বয়সী শিশু।
এ ঘটনায় হোটেলের মালিক আরিফুল ইসলাম মন্টুকে আটক করেছে পুলিশ।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী মাঝে-মধ্যে মাদ্রাসার ছাত্রদের খাবার দেন। সোমবার সকালে স্থানীয় রোমাঞ্চ রেস্টুরেন্ট থেকে ভুনা খিচুড়ি ও ডিম ১২৫ জন শিশু শিক্ষার্থীর মাঝে সরবরাহ করা হয়।
তাদের মধ্যে ৬০ জন ওই খাবার খায়। খাবার খাওয়ার পর তাদের পেটব্যথা ও বমি বমি ভাব হয়।
পরে অসুস্থ ৩২ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।