জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন বাতিল করা হবে না : হাইকোর্ট
আলোকিত প্রতিবেদক : পাবলিক পরীক্ষা হিসেবে জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
শিক্ষা সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।