বিআরটি প্রকল্পের কাজ প্রধানমন্ত্রী শিগগির উদ্বোধন করবেন : সেতুমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ প্রধানমন্ত্রী শিগগির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রায় দুই হাজার ৪০ কোটি টাকা ব্যয়ে ২১ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পটির কাজ শুরু হয়েছে।
মন্ত্রী বলেন, প্রকল্প চালু হলে প্রতি ঘণ্টায় ২৫ হাজার যাত্রী পরিবহন হবে। ফলে যাত্রী দুর্ভোগ ও যানজট কমবে।
সোমবার গাজীপুরের নলজানিতে বিআরটি বাস ডিপো নির্মাণ কাজ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।