‘নিজামী গণহত্যার কথা স্বীকার করে দন্ড কমানোর আবেদন করেন’
আলোকিত প্রতিবেদক : একাত্তরে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার সাথে নিজে সম্পৃক্ত থাকার কথা পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন জামায়াত নেতা মতিউর রহমান নিজামী।
আদালতে তার আইনজীবী পরোক্ষভাবে এটা স্বীকার করে দন্ড কমানোর আবেদন করেন।
তাই নিজামী এসব অপরাধের দায় এড়াতে পারেন না।
নিজামীর রিভিউ আবেদন খারিজ করে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায়ে এমন পর্যবেক্ষণ ওঠে এসেছে।
সোমবার বিকেলে ২২ পৃষ্ঠার এ রায় প্রকাশিত হয়।
রায়টি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নিজেই লিখেছেন।
পরে বেঞ্চের অন্য তিন সদস্য বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এতে স্বাক্ষর করেন।