সু চি রাখাইনে গিয়ে রোহিঙ্গাদের ওপর নির্যাতন দেখুন : জাতিসংঘ

ডেস্ক নিউজ : মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে রাখাইন রাজ্যে গিয়ে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর অমানবিক নির্যাতন দেখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

এএফপির খবরে বলা হয়, জাতিসংঘের বিশেষ উপদেষ্টা বিজয় নামবিয়ার বৃহস্পতিবার এক বিবৃতিতে শান্তিতে নোবেলজয়ী সু চির প্রতি এ আহ্বান জানান।

তিনি বলেন, স্থানীয় জনগণের নিরাপত্তায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা না নিয়ে অভিযানে যাওয়ায় স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হতাশার সৃষ্টি হয়েছে।

রাখাইনে সেনাবাহিনী ও পুলিশের রোহিঙ্গাবিরোধী সহিংস অভিযান বন্ধে কোন পদক্ষেপ না নেওয়ায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত হচ্ছেন সু চি।

আরও খবর