ঝিনাইদহে দিনমজুরকে পিটিয়ে আহত করল পুলিশ!
মানিক ঘোষ, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে এক দিনমজুরকে পিটিয়ে আহত করেছে সাফদালপুর ফাঁড়ি পুলিশ।
আহত আবদুল মালেককে (৪৫) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সরেজমিনে জানা যায়, সাফদালপুর রেলস্টেশন পাড়ার মালেক দিনমজুরের কাজের পাশাপাশি রেললাইনের পাশে ক্ষুদ্র ব্যবসা করেন। বৃহস্পতিবার রাতে তিনি এক কোণে ঘুমিয়ে ছিলেন।
পরে ফাঁড়ির এএসআই ইমতিয়াজ ও কনস্টেবল সামিনুল গিয়ে মালেকের চোখে টর্চলাইট ধরলে তিনি তাদের পরিচয় জানতে চান।
পুলিশ সদস্যরা ‘তোর বাপ আমরা’ উত্তর দিলে মালেকও পাল্টা উত্তর দেন।
এরপর তারা মালেককে ধরে বেধড়ক পিটিয়ে প্রায় অচেতন অবস্থায় ফেলে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বণি আমিন বলেন, রোগীর আগে থেকেই হার্টের সমস্যা ছিল। তার শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন দেখেছি।
এ ব্যাপারে এএসআই ইমতিয়াজের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা ভুল বোঝাবুঝির কারণে এমনটি ঘটেছে বলে পাশ কাটিয়ে যান।
এ ঘটনায় আহতের পরিবার ও এলাকাবাসী দোষীদের বিচার দাবি করেছেন।