কাপাসিয়ায় দূষিত খাল নিরাপদ করল স্বেচ্ছাশ্রম
আলোকিত প্রতিবেদক : নবনির্বাচিত ইউপি মেম্বার, গ্রামবাসী ও কাবিখা কর্মসূচির উদ্যোগে কাপাসিয়া সদরের বানার হাওলা গ্রামে খাল খনন করা হয়েছে।
মঙ্গলবার সকালে অজু খাঁর বাড়ি থেকে বাজার বিল পর্যন্ত এক কিলোমিটার খাল খনন করা হয়।
স্থানীয়রা জানান, খালটি ১৫ বছর ধরে সংস্কার করা হয়নি। দূষিত পানি, ময়লা-আবর্জনায় পরিবেশ দূষিত ছিল। খাল খনন হওয়ায় এলাকা নিরাপদ হয়েছে।
কাপাসিয়া সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার মোফাজ্জল হোসেন খান বলেন, পরিবেশ দূষণ ঠেকাতে সরকারি কিছু সাহায্য ও গ্রামবাসীকে নিয়ে জরাজীর্ণ খালটি খনন করেছি। এতে এলাকার শিশুদের খেলাধুলার পরিবেশ ও কৃষক-শ্রমিকের উপকার হবে।
এর আগে খাল খনন কার্যক্রম তদারকির জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন মোফাজ্জল হোসেন খান, মোজাম্মেল হক, কামাল উদ্দিন আহমেদ নান্নু, নেপাল চন্দ্র ও মো. ওয়াহিদ।