কাপাসিয়ায় সড়ক নিরাপত্তায় ২৭ রিকশা ও ভ্যানচালককে প্রশিক্ষণ
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ার বেলাশী প্রগতি একাডেমিতে সড়ক নিরাপত্তায় রিকশা ও ভ্যানচালকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বব্যাংকের অর্থায়নে এলজিইডির প্রকল্প আরটিআইপি-২ ও ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির উদ্যোগে বৃহস্পতিবার এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির উপজেলা ফিল্ড কমিউনিকেটর নজরুল ইসলাম, বিএলসি ট্রেইনার আলী আকবর, সাবেক ইউপি মেম্বার আবদুল বারিক, মো. শাহজাহান, সাংবাদিক নূরুল আমীন সিকদার, বেলাশী প্রগতি একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষক মনজুরুল হক, শিক্ষক আসাদুল্লাহ মাসুম, শিক্ষক লুৎফুন নাহার লতা, মোসা. হনুফা, আকলিমা খাতুন, জিনিয়া সুলতানা, রাজিয়া সুলতানা, মো. জুয়েল প্রমুখ।
উপজেলার বেলাশী, আমরাইদ, বীরউজলী, হাইলজোড় ও লোহাদী গ্রামের ২৭ জন রিকশা ও ভ্যানচালককে প্রশিক্ষণ এবং তাদের সম্মানী প্রদান করা হয়।