ট্রাম্পের ওয়েবসাইট থেকে ‘মুসলিমবিদ্বেষী’ বক্তব্য উধাও!

ডেস্ক নিউজ : ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট থেকে তার মুসলিমবিদ্বেষী বক্তব্য সরিয়ে নেওয়া হয়েছে।

সেখানে এখন ক্লিক করলে দেখা যায়, ভোটারদের তার নির্বাচনী প্রচারে তহবিল দানের জন্য উৎসাহিত করার কথা।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের দ্য ইনডিপেনডেন্টের খবরে এ তথ্য তুলে ধরা হয়।

গত বছরের নভেম্বরে ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার পর ট্রাম্প বলেছিলেন, কী ঘটছে তা বুঝতে না পারা পর্যন্ত মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা থাকবে।

এ বক্তব্যের কারণে তাকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়।

নির্বাচনের দিন সকালেও তার ওয়েবসাইট পেজে ওই বক্তব্যের ভিডিও ছিল।

কিন্তু রাতে জয়ের আভাস পাওয়ার পর তা আর পাওয়া যায়নি।

আরও খবর