জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ
সুজন বিশ্বাস : গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই সংঘর্ষ হয়।
এতে কয়েকজন আহত হয়েছেন।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে বিভিন্ন কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী মানববন্ধন করেন।
তাদের অভিযোগ, ২০০৯-২০১০ সেশনের শিক্ষার্থীদের মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষের সেচ্ছাচারিতায় তারা হয়রানির শিকার হচ্ছেন।
পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ গাড়ি নিয়ে বের হন। এ সময় শিক্ষার্থীরা গাড়ির সামনে বসে পড়েন।
এক পর্যায়ে উপাচার্য জোর করে গাড়ি নিয়ে যান। তখন শিক্ষার্থীদের সাথে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়। শিক্ষার্থীরা ভেতরে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।