ঝিনাইদহে পাখি শিকার নিয়ে সংঘর্ষ : আহত ১০

মানিক ঘোষ, ঝিনাইদহ : ঝিনাইদহে পাখি শিকারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মুনুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতদের কয়েকজন হলেন মুনুড়িয়া গ্রামের ভূপতি বিশ্বাসের ছেলে অরুপ বিশ্বাস, সন্ন্যাসী বিশ্বাসের ছেলে মোহন বিশ্বাস, নরেন্দ্রলাল সিকদারের ছেলে তিব্বত সিকদার, নিরঞ্জন বিশ্বাসের ছেলে গৌরাঙ্গ বিশ্বাস ও বিবেকানন্দ বিশ্বাস।

সদর থানার এসআই কবীর হোসেন জানান, বৃহস্পতিবার সকালে মুনুড়িয়ার সৌরভ তার দুই বন্ধু বিপ্লব ও দীপ্তকে নিয়ে বুজিতলা গ্রামে পাখি শিকার করতে যান।

এ সময় ওই গ্রামের অস্ত্র মামলার আসামি দীপঙ্কর তাদেরকে মারধর করে গাছের সাথে বেঁধে রাখলে সৌরভ পালিয়ে যান।

পরে ভ্রাম্যমাণ আদালত দিয়ে বিপ্লব ও দীপ্তকে জেল-জরিমানা করা হয়।

বিকেলে দীপঙ্কর ও তার সহযোগীরা মুনুড়িয়া বাজারে সৌরভকে খুঁজে না পেয়ে তার স্বজনদের মারধর করেন।

ঘটনাটি জানাজানি হলে উভয় গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।

আরও খবর