সিলেটে গ্রেনেড হামলা : মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসির রায় বহাল
নিজস্ব প্রতিবেদক : সিলেটে হজরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ২০০৪ সালে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়।
এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন।
আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ আহত হন অর্ধশতাধিক।
ওই মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট।
ফাঁসির দন্ডপ্রাপ্ত অপর দুজন হলেন শরীফ শাহেদুল আলম ও দেলোয়ার হোসেন।
এ ছাড়া মুফতি হান্নানের ভাই মহিবুল্লাহ ও মুফতি মঈন উদ্দিনের যাবজ্জীবন কারাদন্ডের রায়ও বহাল রাখেন আদালত।
আসামিদের পাঁচজনই কারাগারে আছেন।