গাজীপুর সিটি মেয়র মান্নানের বিরুদ্ধে দরিদ্র তহবিল আত্মসাতের মামলা করছে দুদক

আলোকিত প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

সিটি করপোরেশনের দরিদ্র ও ত্রাণ তহবিল থেকে ৪৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা হচ্ছে।

দুদকের জনসংযোগ বিভাগ সাংবাদিকদের জানায়, রবিবার কমিশন মামলাটির অনুমোদন দিয়েছে। সোমবার দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করবেন।

মামলায় মেয়র মান্নান ছাড়াও সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে আসামি করা হচ্ছে।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, মেয়র ও হিসাবরক্ষণ কর্মকর্তা ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে পরস্পর যোগসাজশে সিটি করপোরেশনের দরিদ্র ও ত্রাণ তহবিল থেকে ৯৯৯টি ভুয়া ভাউচারের মাধ্যমে ৪৯ লাখ এক হাজার ৮৪৮ টাকা আত্মসাৎ করেছেন।

আরও খবর