গাজীপুরে মেয়র মান্নানের বিরুদ্ধে এবার চাঁদাবাজি ও মারধরের মামলা

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র কারাবন্দী এম এ মান্নানকে এবার চাঁদাবাজি ও মারধরের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শুক্রবার গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতার দেখানোর আবেদন করলে বিচারক ইলিয়াস রহমান এ আদেশ দেন।

পুলিশ জানায়, টঙ্গীর রমিজ উদ্দিন বৃহস্পতিবার রাতে এম এ মান্নানসহ সাতজনের নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় চাঁদাবাজি ও মারধরের মামলা করেন।

মামলায় বলা হয়, রজিম উদ্দিন টঙ্গী শিল্প এলাকায় নিজ জমিতে কারখানা করার জন্য অনাপত্তিপত্র সনদ নিতে ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর এম এ মান্নানের কার্যালয়ে যান। তখন মেয়র তাকে পাশের কক্ষে নিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকার করলে মেয়রের নির্দেশে তার এপিএস বিল্লাল হোসেন, রইচ উদ্দিন, আরিফ হাওলাদার, সালাউদ্দিন, আমিনুল ইসলাম লিটু ও কাওসার তাকে মারধর করেন।

এ সময় আসামিরা বাদীর কাছে থাকা নগদ ৫৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে চাঁদা না দিলে তাকে হত্যা করে বস্তায় ভরে নদীতে ফেলা হবে বলে হুমকি দেন।

আরও খবর