কাপাসিয়ার চাঁদপুর স্কুলে শিক্ষক ভয়ংকর!
নিজস্ব প্রতিবেদক : কাপাসিয়ার ভাওয়াল চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে অমানুষিকভাবে ছাত্র নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুরের পর কয়েকজন ছাত্র মাঠের পাশে আগুন জ্বালায়। তা দেখে ধর্ম শিক্ষক শারিখুল ইসলাম লাঠি নিয়ে এগিয়ে যান।
শিক্ষককে দেখে ছাত্ররা দৌড় দেয়। এ সময় পাশে থাকা দশম শ্রেণির ছাত্র মিথুন সরকার বসে থাকে।
ওই শিক্ষক তৎক্ষণাৎ মিথুনকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেন।
পরে আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় অভিভাবকরা ক্ষুব্ধ হন। তারা অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন।
মিথুনের বাবা উৎপল সরকার বলেন, তার ছেলে আগুন জ্বালায়নি। তাকে অহেতুক পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে।
একাধিক অভিভাবক জানান, শারিখুল ইসলাম গত বছর নিয়োগ পেয়েছেন। তার নিয়োগে মোটা অঙ্কের লেনদেন হয়েছে বলে প্রচার রয়েছে। তিনি আগেও এক ছাত্রীকে পিটিয়ে আহত করেছেন।