দর্শকদের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে
ক্রীড়া প্রতিবেদক : ‘টি-টোয়েন্টি ২০১৬’ বিশ্বকাপের ট্রফি এখন বাংলাদেশে।
দর্শকদের প্রদর্শনের জন্য ট্রফিটি বাংলাদেশে এসেছে।
ট্রফিটি বসুন্ধরা সিটিতে দুই দিনের জন্য প্রদর্শিত হবে।
প্রদর্শনীতে আকর্ষণ হিসেবে জাতীয় দলের ক্রিকেটাররা উপস্থিত থাকবেন।
ট্রফিটি বৃহস্পতিবার দুপুর থেকে রাত আটটা এবং শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
ট্রফিটি অংশগ্রহণকারী ১২টি দেশ ঘুরে ভারতের নয়াদিল্লিতে ফিরবে ১ ফেব্রুয়ারি।
আগামী ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর বসবে ভারতে।