ষড়যন্ত্র : টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম শিকার তাসকিন!
ক্রীড়া প্রতিবেদক : বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করে।
এত দিনে কোন টুর্নামেন্টে কোন বোলারকে নিষিদ্ধ করা হয়নি।
এবার বাংলাদেশের স্পিনার আরাফাত সানি ও পেসার তাসকিন আহমেদকে নিষিদ্ধ করে সেই রেকর্ডটি ভেঙে দিল আইসিসি।
এই প্রথম উদীয়মান দুই ক্রিকেটারকে তাদের শিকার হতে হল।
তা-ও আবার টুর্নামেন্ট চলাকালীন!
এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে পেসার আল আমিনের ওপর অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ছোড়া হয়েছিল।
তবে তাকে তাসকিনের মত অন্যায়ের শিকার বানানো হয়নি।