সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে ব্যর্থ : যুক্তরাষ্ট্র
ডেস্ক নিউজ : মানবাধিকার পালন নিয়ে যুক্তরাষ্ট্রের ২০১৫ সালের দেশভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে ঠিক সময়ে যথাযথভাবে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, নির্বিচারে গ্রেফতার, গুম, ব্লগার হত্যা, গণমাধ্যমে হস্তক্ষেপ ও অনলাইনে মতামতে বাধা, বাল্যবিবাহ, দুর্বল কর্মপরিবেশ ও শ্রম অধিকারসহ বিভিন্ন বিষয় ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোন নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন।