যুক্তরাষ্ট্র থেকে কূটনীতিকদের বহিষ্কারের উপযুক্ত জবাব দেবে রাশিয়া

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্র ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের পর তার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার প্রতিক্রিয়ায় জানান, কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত দেশ দুটির মধ্যকার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।

প্রেসিডেন্ট নির্বাচনে কথিত হস্তক্ষেপে জড়িত থাকার অভিযোগে ওই কূটনীতিকদের বহিষ্কার করে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন ডিসি ও সান ফ্রান্সিসকো কনসুলেটের এসব কূটনীতিক এবং তাদের পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর