শতাধিক উপগ্রহ উৎক্ষেপণের ইতিহাস গড়ল ভারত

শেখর বৈদ্য, কলকাতা : ভারতীয় মহাকাশ বিজ্ঞানে ফের নয়া ইতিহাস গড়ল ইসরো।

এক সাথে উৎক্ষেপণ করা হল ১০৪টি কৃত্রিম উপগ্রহ।

বুধবার এই সাফল্যের পর ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে ইসরোর নাম।

বাংলাদেশ সময় সকাল ১০টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশে যাত্রা করে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল।

ভৃপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার ওপরে বয়ে নিয়ে যায় ১০৪টি উপগ্রহ।

এর মধ্যে ভারতীয় উপগ্রহ মাত্র ৩টি। আর ৮৮টি আমেরিকার।

বাকিগুলো জার্মানি, ইসরায়েল, কাজাখস্তান, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের।

আরও খবর