বাংলাদেশ-ভুটান-নেপাল ও মিয়ানমারের সাথে রেল যোগাযোগ চায় ভারত
শেখর বৈদ্য, কলকাতা : বাংলাদেশ, ভুটান, নেপাল ও মিয়ানমারের সাথে রেল যোগাযোগ গড়ে তুলতে চায় ভারত।
শনিবার দার্জিলিংয়ে এক অনুষ্ঠানে ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু এ কথা জানান।
ইউনেস্কোর সাথে পাঁচ লাখ ৩৩ হাজার ৩৩২ মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় রেল।
প্রভু জানান, বাংলাদেশ, ভুটান, নেপাল ও মিয়ানমারের সাথে ভারতের সম্পর্ক রীতিমত ভাল। এসব দেশের সাথে দিল্লি রেল যোগাযোগ গড়ে তুলতে আগ্রহী।
এর ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি দেশগুলোর পর্যটন ও বাণিজ্য ব্যবস্থায় আসবে সুদিন।