৪১ জনের পর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরও ২৬ বীরাঙ্গনা
আলোকিত প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্যাতিত আরও ২৬ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।
সোমবার এ সংক্রান্ত গেজেট জারি করা হয়।
এর আগে সরকার গত বছর ৪১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়।
তারা প্রতি মাসে আট হাজার টাকা ভাতাসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাও ভোগ করবেন।
যারা স্বীকৃতি পেলেন :
যশোরের মোমেনা খাতুন ও রহিমা খাতুন, নড়াইলের নিগার সুলতানা, বাগেরহাটের আনোয়ারা খাতুন, কুষ্টিয়ার মাছুদা খাতুন, বরগুনার সিতারা বেগম, সাতক্ষীরার আছিয়া খাতুন, ছফুরা খাতুন ও মোসা. সোনা, বরিশালের কহিনুর বেগম, কুমিল্লার বেলা রানী দাস, সিলেটের জোস্না বেগম, লাইলী বেগম ও নমিতা রানী দাস, গোপালগঞ্জের রিভা বেগম, গাইবান্ধার রাজকুমারী রবিদাস ফুলমতি, শেরপুরের আয়শা খাতুন, সরফুলী বেগম, বিবি হাওয়া, নালিতাবাড়ীর সোহাগপুরের জোবেদা বেওয়া, নালিতাবাড়ীর বেনুপাড়ার জোবেদা বেওয়া, হাসেনা বানু ও আসিরন বেওয়া আম্বিয়া, ঢাকার আমেনা বেগম, ফিরোজা বেগম ও শেখ ফাতেমা আলী।