রিভিউ ও প্রাণভিক্ষা নাকচ হলেই যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসি
আলোকিত প্রতিবেদক : যুদ্ধাপরাধী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার তা প্রকাশ করা হয়।
নিয়ম অনুযায়ী, পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার ১৫ দিনের মধ্যে নিজামী রিভিউ আবেদন করতে পারবেন। তাতেও ফাঁসির দন্ড বহাল থাকলে সবশেষে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন।
রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচ করলে তার ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।