ইসরায়েলের সাথে বিএনপি-জামায়াতের সম্পর্ক খতিয়ে দেখার দাবি তরিকতের
আলোকিত প্রতিবেদক : ইসরায়েলের বিতর্কিত গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বিএনপি-জামায়াতের সম্পর্ক খতিয়ে দেখতে সরকারের প্রতি দাবি জানিয়েছে ১৪ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ তরিকত ফেডারেশন।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারী ও মহাসচিব এম এ আউয়াল এ দাবি জানান।
বিবৃতিতে মোসাদের প্রভাবশালী এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠকের বিষয়টি তদন্ত করে তাকে দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয়।
যুক্ত বিবৃতিতে বলা হয়, ২০১৪ সালের নির্বাচনের পর থেকে বিএনপি-জামায়াত নানা ধরনের অগণতান্ত্রিক পথে সরকার পতনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন সন্ত্রাসের পাশাপাশি পেট্রোল বোমায় মানুষ মেরে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াত নেতারা।
বিবৃতিতে আরও বলা হয়, ওই অপকর্মের ধারাবাহিকতায় দিল্লিতে মোসাদের সাথে বৈঠক করেছেন আসলাম চৌধুরী। বৈঠকটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।