১১ দেশের রাষ্ট্রদূতকে তলব করল ইহুদি রাষ্ট্র ইসরায়েল
ডেস্ক নিউজ : ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন বন্ধের প্রস্তাবে সমর্থন দেওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল।
এরই মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া ১০টি দেশ এবং ভোটদানে বিরত থাকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকেও তলব করেছে তেল আবিব।
বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স, জাপান, মিসর, উরুগুয়ে, স্পেন, ইউক্রেন ও নিউজিল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
গত শুক্রবার ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রের নীরবতায় জাতিসংঘে ওই প্রস্তাবটি পাস হয়।