টঙ্গীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘স্ত্রীর চোখে ছুরি মারা’ মামলার আসামি নিহত
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত জুয়েল হাসান (২৮) পাগাড় মধ্যপাড়া এলাকার হাজি হায়াত আলীর ছেলে।
সোমবার দিবাগত রাত তিনটার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুরের নদীবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, জুয়েল স্ত্রীর দুই চোখে ছুরি মারাসহ হত্যা ও অস্ত্র আইনে পাঁচটি মামলার আসামি।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান, দুর্বৃত্তদের সন্ত্রাসী কর্মকান্ডের প্রস্তুতির খবর পেয়ে তারা অভিযানে যান। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। পরে র্যাবও পাল্টা গুলি চালায়।
এ সময় জুয়েল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
বন্দুকযুদ্ধে র্যাবের দুজন সদস্যও আহত হয়েছেন।
তারা হলেন : এসআই মাহবুবুর রহমান ও সিপাহি জসিম উদ্দিন। তাদেরকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।