হাজারো রোহিঙ্গা হত্যার পর সেনা অভিযান বন্ধের ঘোষণা
ডেস্ক নিউজ : বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে অবশেষে মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে সেনা অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে মিয়ানমার।
বৃহস্পতিবার বিবিসি বাংলার খবরে বলা হয়, মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চির কার্যালয় থেকে বুধবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, সেনা অভিযান বন্ধ করে শান্তি বজায় রাখার স্বার্থে সেখানে কিছু পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
জাতিসংঘ জানায়, রাখাইনে চার মাসের অভিযানে এক হাজারের বেশি রোহিঙ্গা নিহত হয়েছে। বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ৭০ হাজার নারী-পুরুষ ও শিশু।
হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগে মুসলিম রোহিঙ্গা হতাহতের ঘটনায় অং সান সু চির নীরবতা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত হয়।