মিয়ানমারে মুসলিম রোহিঙ্গা হত্যা-নির্যাতনে অভিযুক্তদের বিচার দাবি
ডেস্ক নিউজ : মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য পদক্ষেপ নিতে বলেছে ওআইসি।
৫৭টি মুসলিম দেশের এই জোট নাগরিকত্ব আইনে পরিবর্তন এনে রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতেও দেশটির প্রতি অনুরোধ জানিয়েছে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ওআইসির বিশেষ বৈঠকে গৃহীত ১০ দফার ইশতেহারে এ আহ্বান জানানো হয়।
ইশতেহারে বলা হয়, রাখাইন রাজ্যে সহিংসতার কারণে নিরীহ লোকজনের প্রাণহানি ও হাজার হাজার রোহিঙ্গার গৃহহীন হয়ে পড়ায় ওআইসি গভীরভাবে উদ্বিগ্ন।
এতে ক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে শান্তি ফিরিয়ে আনার পাশাপাশি সহিংসতার জন্য অভিযুক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।