উল্লাপাড়ায় মেয়রের নেতৃত্বে করতোয়া খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া খালের দুই পাশের প্রায় এক কিলোমিটার অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় উল্লাপাড়া পৌরসভা তা উচ্ছেদ করে।
স্বাধীনতার পর থেকে খালটির দুই পাশের দোকান ও বাড়ির মালিকরা আস্তে আস্তে ভরাট করায় খালের অস্তিত্ব হারিয়ে যেতে বসেছিল।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার ও উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র এস এম নজরুল ইসলাম জানান, পৌরবাসীর দাবি পূরণের লক্ষ্যে করতোয়া খাল অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সাংসদ তানভীর ইমামের সহযোগিতায় খালটি পুনঃখনন করে একটি দৃষ্টিনন্দন পার্ক গড়ে তোলা হবে।