গৌরবদীপ্ত বিজয় দিবস আজ

আলোকিত প্রতিবেদক : আজ ১৬ ডিসেম্বর। গৌরবদীপ্ত মহান বিজয় দিবস।

আজকের দিনেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় সূচিত হয়।

বীরের জাতি হিসেবে বাঙালি বিশ্বে আত্মপ্রকাশ করে।

১৯৭১ সালের এই দিনেই দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর বাঙালির কাছে পরাজয় মেনে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী।

১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে গর্জে ওঠে বীর জনতা।

পরে ২৫ মার্চ রাতে পাক বাহিনীর হাতে তিনি গ্রেফতার হন।

তবে তার আগেই স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন বঙ্গবন্ধু।

মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল প্রতিবেশী ভারত।

প্রাণপণ যুদ্ধ করে ৩০ লাখ শহীদের বিনিময়ে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনে বাঙালি।

আরও খবর