জিয়ানগরে দীর্ঘ শোভাযাত্রা ও কর্মসূচিতে বিজয় দিবস উদযাপিত
মো. নাইম খান, জিয়ানগর (পিরোজপুর) : জিয়ানগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪৫ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে আধা কিলোমিটার দীর্ঘ সুসজ্জিত একটি বিজয় শোভাযাত্রা পত্তাশী ইউপি কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা ও প্রশাসনসহ বিভিন্ন স্তরের মানুষ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে প্রদর্শন করে।
দুপুরে উপজেলার ১১৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।
বিকেলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা, বালিশ নিক্ষেপ, রশি টানাটানি এবং মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বাচ্চু, উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান, সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, ওসি এ কে এম মিজানুল হক, উপজেলা জেপির সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপন, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষ প্রমুখ।