কাপাসিয়ায় তাজউদ্দীন স্মৃতি পাঠাগারের উদ্যোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কাপাসিয়া প্রতিনিধি : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদের জন্মভূমি কাপাসিয়ায় বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অষ্টম শ্রেণির এ বৃত্তি পরীক্ষায় উপজেলার সকল উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ছয় হাজার ৯৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

স্থানীয় সাংসদ ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমির ব্যবস্থাপনায় উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ পরীক্ষা তত্ত্বাবধান করেন।

কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, হরিমঞ্জুরী উচ্চ বিদ্যালয়, রাউৎকোনা ফাজিল মাদ্রাসা, ভাওয়াল চাঁদপুর উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোর, সিংহশ্রী উচ্চ বিদ্যালয়, বেলাশী ফাজিল মাদ্রাসা, ঘাগটিয়াচালা উচ্চ বিদ্যালয়, ছালামিয়া দাখিল মাদ্রাসা, আড়াল জিএল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও চরদুর্লভ খাঁ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও খবর