বাউফলে আওয়ামী লীগের তালিকায় ‘রাজাকারপুত্র’ নিয়ে উত্তেজনা!

নিউজ ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া শুরু হয়েছে।

এ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগে অভ্যন্তরীণ কোন্দলও দেখা দিয়েছে।

পটুয়াখালীর বাউফল উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১১টিতে আওয়ামী লীগের দুই পক্ষ পৃথকভাবে তালিকা পাঠিয়েছে।

এক পক্ষের তালিকায় এক রাজাকারপুত্রের নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে।

জেলা আওয়ামী লীগ দুটি তালিকাতেই সুপারিশ করেছে।

এ নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

কালিশুরী এলাকার মুক্তিযোদ্ধা আওলাদ হোসেনসহ কয়েকজন বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল। অথচ কালিশুরীতে চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য রাজাকার আলাউদ্দিন সিকদারের ছেলে নেছার উদ্দিন সিকদারের নাম পাঠানো হয়েছে। যা খুবই দুঃখজনক।

তবে নেছার উদ্দিন সিকদার অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন।

আরও খবর