জয়কে হত্যা পরিকল্পনা মামলায় মাহমুদুর রহমানকে গ্রেফতার ও রিমান্ডের আবেদন
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ।
সোমবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সিনিয়র সহকারী কমিশনার হাসান আরাফাত ওই মামলায় মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আদালত আদেশের জন্য ২৫ এপ্রিল দিন ধার্য করেছেন।
এর আগে শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করে ডিবি।