বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা চুরিতে ২০ বিদেশি শনাক্ত : সিআইডি

আলোকিত প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় ৮০০ কোটি টাকা চুরির সাথে জড়িত ২০ বিদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে।

সোমবার মালিবাগে সিআইডির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশের ডিআইজি শাহ আলম এ তথ্য জানান।

সম্প্রতি সিআইডির দুটি তদন্তকারী দল শ্রীলঙ্কা ও ফিলিপাইন যায়।

টাকা চুরির সাথে বাংলাদেশি কেউ জড়িত কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, রিজার্ভ সুরক্ষার ক্ষেত্রে যারা দায়িত্বে ছিলেন, তারা এ নিয়ে গাফিলতি করেছেন নাকি উদাসীন ছিলেন বা কোন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

চুরি যাওয়া টাকা ফেরত আনা সম্ভব কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ থেকে টাকা লেনদেন করা হয়, সে সংক্রান্ত আইন প্রত্যেক দেশেই আছে। সে অনুযায়ী তাদের জরিমানা করে টাকা আনা সম্ভব।

তিনি বলেন, চুরি যাওয়া টাকা ফিলিপাইন, শ্রীলঙ্কা, চীন ও জাপানে গেছে।

আরও খবর