ব্যাংকিং খাতে ৭ বছরে চুরি ৩০ হাজার কোটি টাকা : সুজন

আলোকিত প্রতিবেদক : দেশের ব্যাংকিং খাতে গত সাত বছরে ছয়টি বড় ধরনের কেলেঙ্কারি হয়েছে।

এর মাধ্যমে জনগণের ৩০ হাজার কোটি টাকারও বেশি চুরি বা আত্মসাৎ করা হয়েছে।

নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) এক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ প্রতিবেদন তুলে ধরা হয়।

বৈঠকে অগ্রণী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, ব্যাংকিং খাতে হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ, বেসিক ব্যাংক ও ডেসটিনি কেলেঙ্কারির ঘটনায় জনমনে আস্থাহীনতা ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে শেয়ারবাজারে ধস ও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা।

তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ব্যাংকিং খাতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করার পরামর্শ দেন তিনি।

আরও খবর