কাপাসিয়ায় ভাষা শহীদদের সশ্রদ্ধ অবদান স্মরণ করল গণতন্ত্রী পার্টি

নিজস্ব প্রতিবেদক : কাপাসিয়ায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যের ওপর গণতন্ত্রী পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্মরণ করা হয়েছে ভাষা আন্দোলনের বীর শহীদদের সশ্রদ্ধ অবদান।

শুক্রবার বেলা দুইটায় পার্টির কাপাসিয়া উপজেলা কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল গণি ও কাপাসিয়া থানার ওসি (তদন্ত) আবুল কাসেম।

সভায় উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির কাপাসিয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও কাপাসিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবদুর রাজ্জাক খান, সহ-সাংগঠনিক সম্পাদক দুলাল দত্ত টুলু, গণতন্ত্রী পার্টির কড়িহাতা ইউনিয়ন কমিটির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী শারফুদ্দিন (আলমগীর মোল্লা), যুব ঐক্যের আহ্বায়ক মাহফুজ আহমেদ, সদস্য খন্দকার নূরে আলম, শ্রমিক ঐক্যের আহ্বায়ক আবুল কাশেম, সদস্য কবির হোসেন, জাহাঙ্গীর হোসেন, রাকিব হাসান, ছাত্র ঐক্যের কাপাসিয়া সদর ইউনিয়ন কমিটির সভাপতি ইকন প্রধান, সাধারণ সম্পাদক শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক রবীন্দ্র কুমার বকসী।

সভা পরিচালনা করেন গণতন্ত্রী পার্টির কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুল আলীম।

এ ছাড়া কয়েকজন ব্যক্তি সভায় উপস্থিত হয়ে গণতন্ত্রী পার্টি ও শ্রমিক ঐক্যে যোগদান করেন।

আরও খবর