সাবেক বিচারপতি শামসুদ্দিনের গ্রেফতার দাবি করলেন রিজভী
নিজস্ব প্রতিবেদক : সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করেন, শামসুদ্দিনের দ্বৈত নাগরিকত্ব ছিল। একজন বিচারপতির কী করে দ্বৈত নাগরিকত্ব থাকতে পারে? এটা সম্পূর্ণ অনৈতিক। এ ধরনের ব্যক্তি কখনো নিরপেক্ষ বিচার করতে পারেন না।
রিজভী বলেন, দ্বৈত নাগরিকত্বের বিষয়টি লুকিয়ে রেখে দায়িত্ব পালনের জন্য তার বিচার হওয়া উচিত। এ জন্য শামসুদ্দিনকে গ্রেফতারের নির্দেশ দিয়ে বিচার শুরুর উদ্যোগ নিতে তিনি প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান।
শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ওই দাবি জানান।