তাসকিন ষড়যন্ত্রের শিকার?

ক্রীড়া প্রতিবেদক : অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ এনে বাংলাদেশের দুই ক্রিকেটার আরাফাত সানি ও তাসকিন আহমেদকে সাময়িক নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

এর মধ্যে পেসার তাসকিনের বিষয়টি নিয়ে সন্দেহ পোষণ করেছেন অনেকে।

বিসিবির আইন উপদেষ্টা ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, তাসকিন ষড়যন্ত্র ও অন্যায়ের শিকার। তাকে নিষিদ্ধ করে আইসিসি উল্টো নিজেদের নিয়ম ভেঙেছে।

তিনি বলেন, যেই ম্যাচে তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা উদ্বেগ প্রকাশ করেছেন, সেই ম্যাচে তাসকিনের কোন ডেলিভারি সন্দেহজনক, তা উল্লেখ করেননি।

শুধু বলেছেন, তারা খুব উদ্বিগ্ন। তাসকিনের দোষ বা ত্রুটি কী-আইসিসির প্রতিবেদনে তারও ব্যাখ্যা দেওয়া হয়নি।

আইন উপদেষ্টা আরও বলেন, আইসিসির পরীক্ষায় তাসকিনের নয়টি বাউন্সারের মধ্যে তিনটিতে সমস্যা পাওয়া গেছে। এই নয়টি বাউন্সার তাকে মাত্র তিন মিনিটের মধ্যে করতে হয়েছে। অবৈধ বাউন্সার তিনটি ছিল তুলনামূলক কম গতির। অথচ ম্যাচ কন্ডিশনে কোন বোলারকে এত কম সময়ে এত বাউন্সার করতে হয় না।

আরও খবর