আদালত অবমাননা : খাদ্যমন্ত্রীর ব্যাখ্যা গ্রহণ করেননি আপিল বিভাগ
আলোকিত প্রতিবেদক : আদালত অবমাননায় অভিযুক্ত খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের দেওয়া ব্যাখ্যা গ্রহণ করেননি আপিল বিভাগ।
কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নিজেদের শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
রবিবার সকালে দুই মন্ত্রীর উপস্থিতিতে আদালত অবমাননার শুনানিতে প্রধান বিচারপতি এ কথা বলেন।
তাদেরকে আগামী ২৭ মার্চ আবারও আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
গত ৫ মার্চ এক অনুষ্ঠানে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মামলার রায় নিয়ে প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য করেন এই দুই মন্ত্রী।