আ.লীগের ৭ বছরে কোটিপতি বেড়েছে ৭৫ হাজার

আলোকিত প্রতিবেদক : দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে। আওয়ামী লীগ সরকারের গত সাত বছরে কোটিপতির সংখ্যা বেড়েছে প্রায় ৭৫ হাজার।

প্রতি বছর গড়ে ১০ হাজার ৭০০ জনেরও বেশি কোটিপতি বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংক সব তফসিলি ব্যাংকের কাছ থেকে প্রাপ্ত হিসাবের ভিত্তিতে যে প্রতিবেদন তৈরি করে সেটাই কোটিপতির সংখ্যা নির্ধারণের নির্ভরযোগ্য ভিত্তি।

তবে এর বাইরেও অনেক কোটিপতি রয়েছে।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে ২০০৯ সালের জানুয়ারিতে। এরপর গত সাত বছরে (২০০৯-২০১৫) দেশে কোটিপতির সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৯ হাজার ৩৬১ জনে।

অর্থাৎ সাত বছরে কোটিপতি বেড়েছে ৭৪ হাজার ৯৯২ জন।

আরও খবর