৭ বছরে সরকারি সংস্থার নির্যাতনে ১০১ জনের মৃত্যু : অধিকার

আলোকিত প্রতিবেদক : ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের মে পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে ১০১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার।

রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান এ তথ্য তুলে ধরেন।

আদিলুর রহমান বলেন, নির্যাতনের বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে এখন একটি সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। নির্যাতনের বিষয়ে দীর্ঘদিন ধরে দায়মুক্তির সংস্কৃতি চালু থাকা এবং নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩-এর বাস্তবায়ন না হওয়ার কারণেই নির্যাতন ও অমানবিক আচরণের ঘটনাগুলো ঘটছে।

আরও খবর