পঞ্চগড়ে মঠের পুরোহিতকে গলা কেটে হত্যা
আলোকিত প্রতিবেদক : পঞ্চগড়ের দেবীগঞ্জে সন্ত গৌড়ীয় মঠের পুরোহিতকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মহারাজ যজ্ঞেশ্বর রায় (৫০) মঠটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন।
এ সময় গোপাল চন্দ্র রায় নামের একজনকেও গুলি করা হয়।
রবিবার সকাল সাতটার দিকে শহরের করতোয়া সেতুর পশ্চিম পাড়ে অবস্থিত মঠটিতে এ ঘটনা ঘটে।
পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. কফিল উদ্দিন সাংবাদিকদের বলেন, সকালে তিনজন দুর্বৃত্ত মঠে হামলা চালায়। তারা মঠ সংলগ্ন বাড়ির বারান্দায় পুরোহিত মহারাজ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে।
পরে তারা কয়েকটি বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।