জিয়ানগরে ১০০ বছরেও সেতু পায়নি পত্তাশীবাসী

মো. নাইম খান, জিয়ানগর : পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্তাশী তালুকদার হাট এলাকার খালের ওপর ১০০ বছরেও সেতু নির্মাণ করা হয়নি।

সেখানে শুধু একটি বাঁশের সাঁকো রয়েছে।

ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ গ্রামবাসীকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার করতে হচ্ছে।

ওই খালটির পশ্চিম পাশে পত্তাশী বাজার, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ রয়েছে।

১০০ বছরেরও বেশি সময় ধরে এ অবস্থা চলে আসলেও কোন দপ্তর আজও সেতু নির্মাণ করেনি।

বর্ষা মৌসুমে সাঁকোটি পারাপারে এলাকাবাসীর ভোগান্তি বেড়ে যায়।

স্থানীয় ইলিয়াছ হোসেন বলেন, জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন করলেও কেউ একটি সেতুর ব্যবস্থা করছেন না।

পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার বলেন, জনগুরুত্বপূর্ণ খালগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সেতু নির্মাণ করা হবে।

আরও খবর