সাব-রেজিস্ট্রারসহ ৫ দুর্নীতিবাজ দুদকের হাতে গ্রেফতার
আলোকিত প্রতিবেদক : সাব-রেজিস্ট্রারসহ পাঁচ দুর্নীতিবাজকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।
রবিবার নাটোর, ঝিনাইদহ, বগুড়া ও চাঁদপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন : নাটোরের লালপুরের সাব-রেজিস্ট্রার সামসুজ্জামান সরদার, ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের ভান্ডাররক্ষক শামসুল আলম, বগুড়ার দুপচাঁচিয়ার সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা খলিলুর রহমান, চাঁদপুরের ফরিদগঞ্জের গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন ভূঁইয়া ও কর্মকর্তা সুভাষ সিংহ।
সাব-রেজিস্ট্রার সামসুজ্জামান সরদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি কুড়িগ্রামের ফুলবাড়ীতে থাকাকালীন অবৈধভাবে হেবা দলিল রেজিস্ট্রি করে এক লাখ ৫৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তারা গ্রাহকের স্বাক্ষর জাল করে ৪০ লাখ ৯২ হাজার ৯৫০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা খলিলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি পেনশনের ১১ কোটি ৭৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন।