মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশের প্রতিবাদ

আলোকিত প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর কর্মকান্ডে সৃষ্ট সহিংস পরিস্থিতির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

একই সাথে সেখানকার মুসলিম রোহিঙ্গাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও নারী ধর্ষণ বন্ধের আহ্বানও জানানো হয়েছে।

বুধবার বিকেলে মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তার কাছে উদ্বেগ জানিয়ে একটি পত্র হস্তান্তর করা হয়।

এতে বলা হয়, মিয়ানমারের সশস্ত্র বাহিনীর এ ধরনের কর্মকান্ডের কারণে সেখানকার লোকদের দুর্ভোগ যেমন বেড়েছে, তেমনই এর প্রভাব পড়ছে বাংলাদেশে।

আরও খবর