রাজনীতির মাঠে প্রিয়াঙ্কা
শেখর বৈদ্য, কলকাতা : প্রিয়াঙ্কা সক্রিয় হতেই কেটেছে জোটের জটিলতা। বলছে কংগ্রেস।
অখিলেশের কাছ থেকে শতাধিক আসন আদায় করে নেওয়ার কৃতিত্বও প্রিয়াঙ্কাকে দিচ্ছেন শীর্ষ নেতারা।
তবে কী রাজনীতিতে রাজীব তনয়ার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েই গেল? বাড়ছে জল্পনা।
পুরনো কংগ্রেসিদের অনেকেই তার চলনে-বলনে খুঁজে পান ইন্দিরা গান্ধীর ছায়া।
লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পর আওয়াজ ওঠে ‘প্রিয়াঙ্কা লাও, কংগ্রেস বাঁচাও’।
এসবের পরও তিনি নিজেকে চৌহদ্দির মধ্যেই আটকে রেখেছিলেন।
এবার অখিলেশের সাথে আসন রফার অঙ্কে সামনে চলে এলেন রাজীব তনয়া।